প্রকাশিত: ১১/১১/২০১৫ ১:৪৯ অপরাহ্ণ
csb24.com::
সাতক্ষীরায় বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৯ কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৫ জন জামায়াতের ২৯ জন শিবিরের ৬ জন ও নিয়মিত মামলার ২৬ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে র্যাব পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ২৮ জন, কলারোয়া থেকে ৫ জন, তালা থেকে ৫ জন, কালিগঞ্জে ৮ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৭ জন, পাটকেলঘাটায় ৪ জন ও শ্যামনগর থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঠকের মতামত