অনলাইন ডেস্ক::
বিয়ের আগে তো বটেই, গাঁটছড়া বাঁধার পর থেকেও নিয়মিত সংবাদমাধ্যমের চোখে আছেন শহীদ কাপুর ও মিরা রাজপুত। বিয়ের পর এটাই প্রথম দিওয়ালি দুজনের। কিভাবে উদযাপন করবেন?
এক প্রতিবেদনে বলা হয়, খুব কাছের মানুষদের সঙ্গে নিজ অ্যাপর্টমেন্টেই দিওয়ালির রঙিন সময় কাটাবেন শহীদ-মিরা দম্পতি। ইতিমধ্যে শহীদের জুহুর অ্যাপার্টমেন্টে একটা সাজ সাজ ভাবও চলে এসেছে। শ্বশুর বাড়ির লোকজনও আসবেন দিওয়ালি পালন করতে।
সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ছোট পরিসরের ছুটি কাটিয়ে এসেছেন শহীদ ও মিরা। এসেই বন্ধু-স্বজনদের নিমন্ত্রণ নিয়ে হয়ে পড়েছেন ব্যস্ত।
শহীদের মা নিলীমা জানান, অন্যান্য দিওয়ালির মতোই হবে এবারেরটি। দিয়া জ্বালাবো, সবার বাড়িতে বেড়াতে যাবো, একে ওকে উপহার দেবো। ওই দিনেই বাড়িতে আসবে ছেলে আর ছেলের বউ। আত্মীয়-স্বজনরাও আসবে। মূলত আমাদের এ আয়োজন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগে বড়রা, আরেক ভাগে ছোটরা। তবে এই প্রথমবারের মতো ছেলের বউয়ের সঙ্গে দিওয়ালি উদযাপন নিশ্চয়ই অন্যরকম হবে।
তবে মিরাকে নিয়ে রীতিমতো গর্বিত শাশুড়ি। জানান, মিরা দারুণ একটা মেয়ে। সে আমাদের সঙ্গে অনেক সহজ হয়ে গেছে। এ বাড়ির যোগ্য মেয়ে ও। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
পাঠকের মতামত