প্রকাশিত: ০৮/১১/২০১৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
একজন শিল্পীকে রাজনৈতিক বিচারে বিচার করা ঠিক নয়

100423_Elias-Kanchon-1
csb24.com::
৯০ দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশীয় চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোছনা’র এ নায়ক এ পর্যন্ত ৩২২টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এবার তিনি কাজ করছেন যৌথ প্রযোজনার ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘হঠাৎ দেখা’তে। বর্তমানে এ ছবির শুটিংয়ে তিনি অবস্থান করছেন চট্টগ্রামে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মহিউদ্দিন জুয়েল

কেমন আছেন? মানবজমিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো থেকে বলছি।
ভালো। আমি তো এখন আপনাদের শহরে আছি।
কোথায় আছেন? কি করছেন?
এই তো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে নির্মাণাধীন সিনেমার কাজ করতে পুরাতন রেলস্টেশনে ম্যাকআপ নিয়ে বসে আছি। আমার সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ও আছেন। একটু পর আমার শট নেয়া হবে।
এখনকার সিনেমা দেখেন? আমাদের শাকিব, শুভ, অপু বিশ্বাসরা কেমন কাজ করছেন।
ওদের মধ্যে অনেকেই ভালো করছে। বেশ কিছু কাজ আমি দেখেছি। তবে এখনকার বেশির ভাগ তরুণ অভিনেতা-অভিনেত্রীর মধ্যে অস্থিরতা রয়েছে। এইতো কয়দিন আগে একটি ছবিতে দেখলাম সংলাপ দিতে গিয়ে বার বার ভুল করছে। এখানে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। কাজের প্রতি ভালোবাসার অভাব আছে। শুধু টাকার জন্য সিনেমা করে কিছু অভিনেতা ইন্ডাস্ট্রির বারোটা বাজিয়ে দিচ্ছে। ভালো কাজের সম্মানি এমনিতে বিশাল হয়। এটা তাদের অনেকেই বুঝতে চায় না।
দেশের সিনেমা হলগুলোর পরিবেশ এখন কেমন বলে আপনার মনে হয়?
আমাদের সিনেমা বানানো হচ্ছে ডিজিটাল। কিন্তু হলগুলোতো ডিজিটাল না। জাজ মাল্টিমিডিয়ার মতো কিছু প্রতিষ্ঠান ১০০টির বেশি সিনেমা হলকে বুকিং দিয়ে দিচ্ছে। নিজেদের মতো ব্যবহার করছে। এটা তো সিস্টেম না। নিয়ম হচ্ছে, হলের মালিক নিজেই হলকে ডিজিটালাইজড করবেন। হলের মালিকের সঙ্গে এই ব্যাপারে চুক্তি হবে।
এতে করে কোন ধরনের ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয়?
ক্ষতি তো অবশ্যই হচ্ছে। যে ১০০টি সিনেমা হল বুকিং দেয়া হয়েছে সেগুলো বাদ দিয়ে অন্যান্য সিনেমা হলে ডিজিটাল ছবি দেখানো হচ্ছে বড় প্রজেক্টর দিয়ে। সিনেমাতে প্রযুক্তি লেগেছে। কিন্তু হলগুলো নিয়ে চলছে বড় রাজনীতি। এটা নিয়ে সরকারের নীতিমালা খুব জরুরি।
আপনি তো নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছেন। এই কর্মসূচীর অভিজ্ঞতা কেমন?
অভিজ্ঞতা ভালো না। এদেশের সাধারণ মানুষ ইলিয়াস কাঞ্চনকে অনেক ভালোবাসা দিয়েছে। কিন্তু আফসোস হচ্ছে ওপরের মহল থেকে এই কাজে যতটুকু সহযোগিতা পাওয়ার কথা তা পাইনি। আমাকে অনেক সময় অপমানও করা হয়েছে। তবুও আমি আন্দোলন চালিয়ে যাবো।
আপনি একা একা পারবেন?
দেখুন মিডিয়ার লোকজন সোশ্যাল কাজে খুব আসেনা। তারা নিজেদের নিয়ে থাকে। আমি ২২ বছর ধরে এই আন্দোলন করে আসছি। অনেক যন্ত্রণা পাওয়ার পরও ফিরে আসিনি।
আপনি সিনেমার লোক। প্রচুর ছবিতে অভিনয় করেছেন। ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছে আছে কি?
রাজনীতি না করার কারণে আমাকে অনেকবার অপমান করা হয়েছে। আমার সড়ক দুর্ঘটনা রোধ নিয়ে আন্দোলন করার জন্য কখনোই একুশে পদক কিংবা রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি। পদক পাওয়ার জন্য কখনো কাজ করি নাই। কিন্তু যখন দেখি এসব নিয়ে ছোট করা হয় তখন খুব খারাপ লাগে।
সেটা কি রকম? তার মানে আপনি রাজনীতির কথা বলছেন?
তা নয় তো কি। আমি বিএনপি করিনা। আওয়ামী লীগও করিনা। এই জন্য আমি কাজের স্বীকৃতি পাবো না। একজন শিল্পীকে রাজনৈতিক বিচারে বিচার করা ঠিক নয়। তার কাজকে মূল্যায়ন করা উচিত।
আপনার কাছে অভিনয়ের বিশেষত্ব কি?
ব্যাতিক্রমধর্মী চরিত্র। ডিরেক্টররা যখন আমার কাছে আসেন তখন আমি জিজ্ঞেস করি কোন ধরনের চরিত্র করতে হবে। ভালো গল্প, কাহিনী হলে আমি রাজি হয়ে যাই। রবীন্দ্রনাথের ‘শাস্তি’ ছবিটি করেছিলাম। এখন ‘হঠাৎ দেখা’ কবিতাটি তেমনি একটি চমৎকার চলচ্চিত্র হবে বলে বলতে পারেন।
আপনার সহশিল্পী দেবশ্রী রায়। তার সঙ্গে কথা হয়েছে?
তার অনেক সিনেমা আমি দেখেছি। তিনিও আমার নাম জানেন। এই সিনেমা করতে গিয়ে তার সঙ্গে ভালো করে পরিচিত হয়ে নিলাম। যৌথ প্রযোজনার ছবি হওয়াতে দুই বাংলার চিত্র দেখতে পারবেন দর্শকরা। ডিরেক্টর বলেছেন আমরা দুইজনেই নাকি ছবির মূল চরিত্র। তাই একটু টেনশন তো হচ্ছেই।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...