প্রকাশিত: ০৮/১১/২০১৫ ১০:৪৯ পূর্বাহ্ণ

image_288234.ibra
অনলাইন ডেস্ক::
জাতান ইব্রাহিমোভিচ করলেন দুই গোল। আর ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দল প্যারিস সেন্ত জার্মেই পয়েন্ট টেবিলের শীর্ষে দ্বিতীয় দল থেকে ১১ পয়েন্টের পরিস্কার ব্যবধানে রইলো। শনিবার পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তুলুসেকে।

সুইডিশ স্ট্রাইকার ইব্রা লিগের টানা ষষ্ঠ ম্যাচে গোল করলেন। গোলের সুচনা করেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। ৬ মিনিটের সময়ই ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এরপর ১৮ মিনিটে ম্যাচের নিজের প্রথম গোলের দেখা পান ইব্রা। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পিএসজি।

পিএসজির তৃতীয় গোলটি আসে লুকাস মুরার কাছ থেকে। গ্রেগোরি ভ্যান ডার ইয়েলের ক্রস থেকে পাওয়া বল থেকে গোল করেন মুরা। এরপর ইব্রার দ্বিতীয় গোলটি তার বানিয়ে দেয়া। একাই বল নিয়ে উঠে এসেছিলেন মুরা। তারপর সেটি দেন ইব্রাকে। ইব্রা লক্ষ্যভেদ করেন। ৭৮ মিনিটে লাভেজ্জি করেন পিএসজির পঞ্চম গোলটি।

লরেন্ত ব্লঁর দল ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। কিন্তু কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে। কিন্তু ফরাসী লিগে ১৩ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট হারিয়েছে তারা।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...