প্রকাশিত: ০৭/১১/২০১৫ ১১:১৬ অপরাহ্ণ

image_287957.ranga mosiur
csb24.com:
এলজিআরডি ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা আজ বলেছেন, দারিদ্র্য বিমোচনে সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সমবায় আন্দোলন জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৪তম জাতীয় সমবায় দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রসারের জন্য সমবায়ের বিরাট সুযোগ থাকে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।
বিভিন্ন সমবায় সংগঠনের সাফল্যের দৃষ্টান্ত তুলে রাঙ্গা বলেন, দারিদ্র্য বিমোচনে সমবায়কে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং দেশের অর্থনৈতিক লাভের জন্য এটি প্রসারিত করা প্রয়োজন।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...
সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...