প্রকাশিত: ০৭/১১/২০১৫ ১০:২১ অপরাহ্ণ
আটোয়ারীতে জাতীয় সমবায় দিবস পালিত

Atwari News Pic 07.11.15 (2)
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যেগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে সমবায় অধিদপ্তরের সামনে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমবায় দিবসের উপর গুরুতারোপ করে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম. এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. খাদেমুল ইসলাম, কল্যান কুমার ঘোষ, আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...