প্রকাশিত: ০৬/১১/২০১৫ ১০:২৩ অপরাহ্ণ
জনগণের মাঝে ফিরে আসুন সরকারের উদ্দেশে : বিকল্পধারা

b_chowdhuri
অনলাইন ডেস্ক::
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, মানুষের মাঝে, জনগণের মাঝে ফিরে আসুন। অাকাশ থেকে মাটিতে নেমে আসুন। দেশ রক্ষায় কথা বলুন। জাতীয় সরকার গঠন করুন। মাটিতে আপনাদের নামতেই হবে। এখনই এই সমস্যার সমাধান না করা গেলে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। সেটা জাতির জন্যই অমঙ্গল হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের প্রতি ‘নাগরিক শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, সমাজবিজ্ঞানী ড. মীজানুর রহমান শেলী, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ শফিউল্লাহ, কাজী জাফরের মেয়ে কাজী জয়া প্রমুখ।

কাজী জাফর আহমদের স্মৃতিচারণ করে বি. চৌধুরী বলেন, কাজী জাফর কেবল রাজনীতিকই ছিলেন না, তিনি ছাত্রনেতা, শ্রমিক নেতা, জননেতা ছিলেন। তিনি ছিলেন অসাধারণ বক্তা। তিনি যেমন সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করতেন, তেমনি চিন্তা করতেন শ্রমিকদের নিয়েও। তিনি জনতার-শ্রমিকের দাবি আদায়ের আন্দোলনে অগ্রভাগে থাকতেন।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, মানুষের জন্য রাজনীতি করার যে সংস্কৃতি, এখন সেটা নেই। সে সংস্কৃতির অধঃপতন ঘটেছে। এখন সবাই হঠাৎ নেতা হয়ে যায়। এটা দেশ-জাতির জন্য শুভ লক্ষণ নয়। রাজনীতি হতে হবে মানুষের জন্য। কাজী জাফর মানুষের জন্য রাজনীতি করতেন।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...