csb24.com::
ব্রাজিলের লৌহ আকরিক খনির বর্জ্যের পানি ধরে রাখার বাঁধ ভেঙে বেশ ক’জন মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসি বলছে, বাঁধ ভেঙে যাওয়ায় কাছের বাড়িঘর সব পানির নিচে তলিয়ে গেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খনিসমৃদ্ধ প্রদেশের কর্মকর্তারা বাঁধ ভেঙে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত করলেও বিভিন্ন প্রতিবেদনে ১৬ জনেরও বেশি মানুষের মৃত্যু ও আরো অনেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সাবেক ঔপনিবেশিক শহর ম্যারিয়ানার বাইরে পার্বত্য অঞ্চলে ভারি লাল রংয়ের তরল মাটি স্রোতের মতো নেমে এসে অঞ্চলটিকে প্লাবিত করেছে। এর নিচে চাপা পড়েছে গাড়ি, লরি আর ধ্বংস হয়েছে বাড়িঘর। ম্যারিয়ানার কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে বাঁধটি ভেঙে যায়। এর ফলে ছোট্ট শহর বেনতো রড্রিগুয়েজের সাত কিলোমিটার এলাকায় মাটি ও বর্জ্যের প্রবাহ ছড়িয়ে পড়ে।
এর ফলে ওই অঞ্চলের ৫০০ অধিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরো ভূমিধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে হেলিকপ্টারে করে বেশকিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাঁধ ভেঙে নেমে আসা পানি বিষাক্ত হয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এই বাঁধের স্বত্বাধিকারী সামারকো খনি কম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, বাঁধ ভেঙে যাওয়ার কারণ এখনো জানা সম্ভব হয়নি।
পাঠকের মতামত