প্রকাশিত: ০৬/১১/২০১৫ ৮:২৯ অপরাহ্ণ
csb24.com
তিন দিনের সফর শেষে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা গেছে, শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কিউলেনেরো। দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবুধাবিতে পৌঁছান। সেখানে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতি করে তিনি বিমানের একটি ফ্লাইটে দেশে পৌঁছান।
উল্লেখ্য, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের।
পাঠকের মতামত