প্রকাশিত: ০৬/১১/২০১৫ ১:৪৬ অপরাহ্ণ
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

Road_accident._._._2
মাহমুদুল হক বাবুল:
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টার দিকে বালুখালী কাষ্টম এলাকায়।

জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের মৃত ফজু মিয়ার পুত্র দিল মোহাম্মদ (৩৮) প্রতিদিনের ন্যায় ভোরে কাজের সন্ধানে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় রাজমিস্ত্রির কাজে যাওয়ার পথে কাষ্টম চেকপোষ্টের সামনে রাস্তা পারাপারের সময় কক্সবাজার থেকে টেকনাফ গামী কাবারব্যান চট্রমেট্রো ট,১১ – ২৩২০ নাম্বারের একটি কবার ভ্যান গাড়ীতে ছিটকে পড়ে ঘটনাস্থলে দিল মোহাম্মদ গুরুতর আহত হয়। এ সময় প্রত্যেক্ষদর্শীরা এগিয়ে এসে আহতকে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানা যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহত দিল মোহাম্মদকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার ঘন্টা খানিক পর কর্তব্যরত ডাক্তার আহতকে মৃত ঘোষা করেন বলে জানান পরিবারের লোকজন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গুটা এলাকায় সুখের মাতম বয়ে উঠে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ছেলে, মেয়ে, সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন বলে জানা যায়।

এ ব্যাপারে বালুখালী হাইওয়ে পুলিশের আইসি মোঃ আবুল হাশেম ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...