csb24.com::
ব্যাটিং ওপেন করতে না দিলে পরের ফ্লাইটেই কোলকাতার পথ ধরবেন সৌরভ গাঙ্গুলী! শচীন টেন্ডুলকারকে এমন কথাই বললেন সৌরভ! আসলে এমন কৌতুকই করলেন ভারতের সাবেক অধিনায়ক। নেটে প্রায় আধ ঘণ্টা ব্যাট করলেন তিনি। দেখে নিলেন নিজের সামর্থ্য এখনো কতোটা আছে। ৭ নভেম্বর নিউইয়র্কে শচিন’স ব্লাস্টার্সের হয়ে ওয়ার্ন’স ব্লাস্টার্সের বিপক্ষে খেলবেন অল স্টার্স ক্রিকেটের প্রথম ম্যাচে।
তো সৌরভ মজা করেই বললেন, “শচিনকে বলেছি আমাকে ওপেন করতে না দিলে পরের ফ্লাইট ধরে কোলকাতায় ফিরে আসবো। খেলার এটাই শর্ত।” নেটে স্পিনারদের বের হয়ে এসে খেলছিলেন সৌরভ। ট্রেডমার্ক কিছু কভার ড্রাইভও করেছেন। তাকে বলা হলো, মনে হচ্ছে সেরা সময়ের কাছাকাছি আছেন! সৌরভ দ্বিমত করলেন, “তা সম্ভব না। বল অনেক দেরীতে খেলছি। তবে মজাই লাগছে।”
সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মনের ব্যাপারেও কথা বলেছেন সৌরভ। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে যার সমস্যা হচ্ছে। সৌরভ বললেন, “ভিভিএস লক্ষ্মনের ভিসা হয়নি এখনো। একটু দুশ্চিন্তায় আছে সে। যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিচ্ছে না (হাসি)। তবে সে পেয়ে যাবে। তাকে তার ব্যাটিং সম্পর্কে জিজ্ঞেস করলাম। বললো, বল কখন ছাড়া হচ্ছে ধরতেই পারছে না। এই সমস্যা থাকবে। আমরা যুক্তরাষ্ট্রে পৌঁছালে সমস্যা মিটে যাবে আশা করছি।”
শরীর তো কিছুটা ভারী হয়েছে। তাই নিজেকে নিয়ে কৌতুক করার সুযোগও ছাড়েন নি সৌরভ, “হাত, পা আর নিতম্বে কতোটা শক্তি আছে তা দেখতে হবে।” তবে তিনি নিশ্চিত, যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে মানসম্পন্ন ক্রিকেটই দেখা যাবে, “কেউ আউট হতে চায় না। বোলাররাও ছেড়ে কথা বলবে না। সুতরাং, ভালো প্রতিযোগিতা হবে।”
পাঠকের মতামত