csb24.com::
লক্ষ্মীপুরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মধ্যচর মনসা দারুসসালাম মহিলা দাখিল মাদরাসার ৫ পরীক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে দুই ছাত্রী অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় একটি ট্রাক পরীক্ষার্থীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- ফাহিমা, শারমিন, রেশমা, শারমিন আক্তার ও সুফিয়া। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদরাসার সহকারী সুপার আবুল বাশার জানান, পরীক্ষার্থীরা সিএনজিচালিত আটোরিকশা করে পরীক্ষা দিতে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা কেন্দ্রে যাচ্ছিলো। পথে ভবানীগঞ্জ কলেজ এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ৫ পরীক্ষার্থী আহত হয়। এদের মধ্যে দুই ছাত্রীর অবস্থা গুরুতর।
পাঠকের মতামত