প্রকাশিত: ০৪/১১/২০১৫ ১২:৪৯ অপরাহ্ণ
কাপ্তাইয়ে জেল হত্যা দিবস পালিত

download
কাপ্তাই প্রতিনিধিঃ
জেল হত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার কাপ্তাই উপজেলা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াচিং মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি শফিউল আলম খোকন, দিপ্তীময় তালুকদার, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, যুগ্ন সম্পাদক, ইব্রাহীম খলিল, ধনা তনচংগ্যা, আ’লীগ নেতা বিএন তনচংগ্যা, কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার, উপজেলা যুবলীগ সভাপতি নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক হৃদয় তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। সভার পূর্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ তাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পাঠকের মতামত