প্রকাশিত: ০৪/১১/২০১৫ ১২:৩৬ অপরাহ্ণ

image_286723.coxbazar map
csb24.com::
কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে জাহেদুল ইসলাম শিপন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল গভীর রাতে চকরিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চকরিয়ার বদরখালী ইউনিয়নে জমি নিয়ে বদরী ও এখলাস গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। সম্প্রতি এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলে নিলে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে অপরপক্ষ জমি দখলে বাধা দিলে রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গোলাগুলিতে নিহত হন জাহেদুল ইসলাম শিপন। এ ছাড়া আহত হন অন্তত পাঁচজন।

বদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...