অনলাইন ডেস্ক::
ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। অন্যজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত পুলিশ সদস্য মুকুল হোসেন (৩২) আশুলিয়া শিল্প পুলিশের কনস্টেবল। আহত পুলিশ সদস্যের নাম নুর আলম বলে জানা গেছে। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে ওই এলাকায় দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে কে কী কারণে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। হামলার পর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মুকুলের মৃত্যু হয়। আহত নুর আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাঠকের মতামত