প্রকাশিত: ০৪/১১/২০১৫ ১০:৩১ পূর্বাহ্ণ

রামু প্রতিনিধি::
কক্সবাজারের রামু রাজারকুলে কাঠ চোরদের হামলায় বিট অফিসারসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ বন বিভাগের অধীনে রাজারকুল রেঞ্জের আওতায় আফারোজ বীট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, আফারোজ বীট অফিসার গোলাম মোস্তাফা (৪৫), বন প্রহরী শরিফ উল্লাহ পাটোয়ারী ( ৫৫) ও ওয়াসার আলী হায়দার (৩২)।

এদিকে রামু রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আমীর হামজা জানান, আফারোজ বীট এলাকায় একদল কাঠ চোর অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে ধারালো দা দিয়ে গাছ কাটার সময় বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বীট অফিসারসহ ৩ জনের উপর হামলা চালায়। এঘটনায় তিনি রামু থানায় মামলা করছেন বলে জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...