প্রকাশিত: ০৪/১১/২০১৫ ১০:১৮ পূর্বাহ্ণ
সরকারী সহযোগীতায় রামু উপজেলাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে

download
খালেদ হোসেন টাপু, রামু::
কক্সবাজারের রামুতে নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “ প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস” প্রকল্প শীর্ষক এক কর্মশালা গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস” প্রকল্প নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক শাহীন আহম্মেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, আবুল হোসেন কোম্পানী, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহববুউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, গর্জনিয়ার চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, জোয়ারিয়ানালার চেয়ারম্যান এস এম নুরুচ্ছাফা, রশিদ নগরের চেয়ারম্যান আব্দুল করিম, দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান সাইফুল আলম, ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, নারী নেত্রী মনোয়ারা ইসলাম নেভী প্রমুখ। এসময় কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, জনগনের জীবন মান উন্নয়ন তরান্বিত করতে সরকার রামু উপজেলাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার সিন্ধান্ত নিয়েছে। এজন্য দীর্ঘ মেয়াদী ভৌত পরিকল্পনার মাধ্যমে সরকারি বেসরকারী খ্যাতের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন কোন উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন হলো বিভিন্ন ধাপের মেধা শ্রম ও প্রযুক্তি নির্ভর একাধিক প্রকৌশল কর্মযজ্ঞের সমন্বয়।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...