প্রকাশিত: ০৩/১১/২০১৫ ৯:২৩ অপরাহ্ণ
নিউজকক্সকে এগিয়ে নিবে তরুণরাই-জুলফিকার আলি মাণিক

NEwscox manik
প্রেস বিজ্ঞপ্তি :
পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জুলফিকার আলি মাণিক। শুক্রবার (৩০ অক্টোবর) নিউজ পোর্টালটির রামুস্থ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে জুলফিকার আলি মাণিক অফিসে পৌঁছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়–য়া, বার্তা সম্পাদক অর্পন বড়–য়াসহ একদল সংবাদকর্মী।
সাংবাদিক জুলফিকার আলি মাণিক বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
জুলফিকার আলি মাণিক বলেন, তরুণরা সাংবাদিকতার দিকে ঝুঁকছে। এটি ইকটি ইতিবাচক দিক। নিউজকক্সকে সামনের দিকে এগিয়ে নিবে তরুণরাই। তিনি বলেন, ফটোগ্রাফিও একটি শিল্প। ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় দক্ষ ফটোগ্রাফার প্রয়োজন। এ অভাব পুরণ করতে তরুণদেরকে সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফিতেও উদ্ভোদ্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক নিলোৎপল বড়–য়া, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়–য়া রিকু, বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া, আর্য্যসত্যের সম্পাদক জয় বড়–য়া উন্মেষ, কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সহ-অর্থ সম্পাদক জিৎময় বড়–য়া।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...