প্রকাশিত: ০৩/১১/২০১৫ ৯:২০ অপরাহ্ণ
হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ৪ নভেম্বর

Kotin Chibor copy
প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবন দানোৎসব আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত বৌদ্ধ মনিষী উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ, দৈনিক সমুদ্রবার্তার সম্পাদক ক্য থিং অং, রামু থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক, নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়–য়া, রামু উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল।

আশীর্বাদক থাকবেন চেরাংঘাটা বড় ক্যং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঞঞবয় মহাথের। সদ্ধর্ম দেশনা করবেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের, বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক করুণাশ্রী থের, সীমা বিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় থের, কোটবাজার শাসনতীর্থ সুদর্শন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় থের, উখিয়া প্রজ্ঞামিত্র সদ্ধর্ম গভেষণারামের প্রতিষ্ঠাতা ধর্মমিত্র থের, লেখক ও কলামিষ্ট প্রজ্ঞানন্দ ভিক্ষু। অনুষ্ঠান উদ্বোধন করবেন হাজারীকুল বোধিরতœ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সত্যপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ প্রজ্ঞাবোধি থের এবং সঞ্চালনা করবেন হাজারীকুল বোধিরতœ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সৌর বোধি ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখবেন হাজারীকুল বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অমরবিন্দু বড়–য়া অমল।
উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাসেল বড়–য়া জানান, এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কঠিন চীবর দানোৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...