
অনলাইন ডেস্ক।
লেনোভো ব্র্যান্ডের ইয়োগা ৫০০ সিরিজে টাচ্ আলট্রাবুক এসেছে বাংলাদেশের বাজারে। প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড পণ্যটির পরিবেশক।
বিশেষকরে স্টাইলিশ মাল্টিমোড (ল্যাপটপ,স্ট্যান্ড, টেন্ট ও ট্যাবলেট) সিস্টেম ছিমছাম গড়নের ল্যাপটিকে করে তুলেছে অসাধারণ। এছাড়া উইন্ডোজ ৮.১ এর অরিজিনাল ভার্সনের এই ল্যাপটপে ব্যাকলিট কী বোর্ড থাকায় রাতে কাজের উপযোগী।
পণ্যটির হার্ডডিস্ক ৫০০ জিবি এবং অধিক কার্যক্ষম ব্যাটারি থাকায় ব্যবহারকারীরা ৮ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবে।
এতে আরো আছে স্মার্ট টাচ্, মোশন এবং ভয়েস কন্ট্রোল পদ্ধতি যার সাহায্যে ব্যবহারকারী ডিভাইসটি নিয়ন্ত্রণে রাখতে পারবে।
অত্যাধুনিক ফিচারের এই আলট্রাবুকটি খুব দ্রুত বুটিং, শাট ডাউন এবং ডেটা ট্রান্সফারে সক্ষম। ইয়োগো ৫০০ সিরিজের আলট্রাবুকের নির্ধারিত দামও গ্রাহকদের নাগালের মধ্যে।
পাঠকের মতামত