প্রকাশিত: ০৩/১১/২০১৫ ২:১৬ অপরাহ্ণ

image_286374.14
csb24.com::
রাজধানীর মালিবাগ মোড়ে প্রচেষ্টা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মঙ্গলবার রাজিব আহসানকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য রামপুরা থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময়ে রাজিবের আইনজীবী নেহার হোসেন ফারুকী বলেন, রাজিবকে গ্রেপ্তার করার পর বিভিন্ন মামলায় ৫৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ মামলার তদন্তের সময়সীমা শেষ হয়ে গেছে, তাই তাকে রিমান্ডে নেওয়ার মতো কোনো যুক্তি নেই। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ মোড়ে প্রচেষ্টা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...