স্পোর্টস ডেস্ক|
দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আজ আসার কথা থাকলে তারা সফরটি স্থগিত করেছে। তবে সফর পেছানোর কোন কারণ তারা উল্লেখ করেনি। এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন সূচি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করছে বিসিবি। ৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। সেদিনই চলে যাওয়ার কথা সিরিজের ভেন্যু কক্সবাজারে। কিন্তু আগের দিন জানা গেল, নির্ধারিত তারিখে আসছে না প্রোটিয়া মেয়েরা; বরং এসেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা কর্মকর্তা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একজন নিরাপত্তা কর্মকর্তা এখন আছেন বাংলাদেশে। সোমবার নিরাপত্তা সংশ্লিষ্ট কমকর্তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
প্রকাশিত: ০৩/১১/২০১৫ ১:২৬ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
পাঠকের মতামত