প্রকাশিত: ০৩/১১/২০১৫ ১:২০ অপরাহ্ণ

csb24.com::
যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট না থাকলে আগামী ১ জানুয়ারি থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মিরপুর-১৩ নম্বরে পুলিশ কনভেনশন হলে মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বাস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ”আমরা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যাদের ডিজিটাল নম্বর প্লেট নেই তারা করে ফেলবেন। এর পর যারা না করবেন ১ জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত