প্রকাশিত: ০৩/১১/২০১৫ ১১:৪০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি। আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা অসুস্থ থাকায় শুনানি স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিমকোর্টের কার্যতালিকায় আপিল আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। মামলাটি শুনানি কার্যতালিকার ২ নম্বরে ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই আপিলের শুনানি হওয়ার কথা ছিল।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
পাঠকের মতামত