প্রকাশিত: ০৩/১১/২০১৫ ১০:৫৭ পূর্বাহ্ণ

image_286333.12
অনলাইন ডেস্ক::
তুরস্কের ইস্তাম্বুল শহরের কিছু পার্কে নারীরা অপরিচিত পুরুষদের সাথে বসতে অস্বস্তি প্রকাশ করায় তাদের জন্যে অভিনব এক চেয়ারে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। টিউলিপ ফুলের মতো দেখতে উজ্জ্বল রঙের এসব চেয়ার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নারীরা বিনা-দ্বিধায় বসতে পারেন। চেয়ারটি ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে যাতে করে সেখানে কোনো নারী যেকোনো সময়ে যেকোনো দিকে মুখ ঘুরিয়ে বসতে পারেন। হাবেরলার নিউজ নামে একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং বিভাগ এই খবরটি প্রকাশ করেছে।

খবরে বলা হচ্ছে, শহরের পার্কে এরকম প্রায় ছয়শো চেয়ার বসানো হয়েছে। চেয়ারটির পেছনের দিকে হেলান দেওয়ার যে জায়গা সেখানে নারীদের ব্যাগ ঝুলিয়ে রাখারও ব্যবস্থা আছে। আর যখন চেয়ারটি ব্যবহার করা হবে না তখন সেটি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যাবে, যা দেখতে একটি ফুলের মতো। দেখে মনে হবে যে পার্কে নানা রঙের টিউলিপ ফুটে আছে। এই ফুলটি ইস্তাম্বুলের নাগরিকদের কাছে খুবই জনপ্রিয়। প্রতিবছর এই শহরে টিউলিপ উৎসবের আয়োজন করা হয়।

শহরের মেয়র বলছেন, পার্কে রক্ষণশীল পোশাকে বসে থাকা ক্লান্ত এক নারীকে দেখে অভিনব এই চেয়ারের আইডিয়াটি এসেছে। দেখা গেছে ওই নারী অপরিচিত কোনো পুরুষের সাথে বসতে চাচ্ছিলেন না। তিনি বলেন, কোনো নারী যদি পুরুষের সাথে পার্কে একই বেঞ্চে বসেন তাহলে হয়তো গুজব ছড়িয়ে পড়তে পারে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আর সেকারণেই নারীদের জন্যে পার্কে এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। মেয়র জানান, শহরের অন্যান্য পার্কেও এধরনের আরো চেয়ার বসানো হচ্ছে।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বার্তা পরিবেশকঃ বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই ...