প্রকাশিত: ০৩/১১/২০১৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

image_286332.nasim (2)
csb24.com::
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল। তাই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, জাতিকে নেতৃত্বশূন্য করতেই ৭৫-এর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতেই বিদেশে বসে খালেদা জিয়া গুপ্ত হত্যা চালাচ্ছেন। বিএনপি নেত্রীর নির্দেশেই দেশে হত্যাকাণ্ড ঘটছে। বাংলার জনগণ তার এ ষড়যন্ত্র মেনে নেবে না। এর আগে জাতীয় ৪ নেতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...