প্রকাশিত: ০২/১১/২০১৫ ৮:৩৩ অপরাহ্ণ

Ershad
অনলাইন ডেস্ক :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ আজ মৃত্যুকূপ। খবরের কাগজ খুললেই খালি খুন আর ধর্ষণ। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার ব্যর্থ। আজ সোমবার বিকালে নাটোর সরকারি কলেজ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, বাংলাদেশের অবস্থাটা কী এখন? মানুষ বলে বাংলাদেশ মৃত্যুকূপ। সকালে খবরের কাগজ খুললেই খালি খুন, আর খুন, আর ধর্ষণ। এতে কী বোঝা যায়, সুশাসনের অভাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নিচে। সুশাসন নাই। মানুষের নিরাপত্তা নাই। দেশের স্বাধীনতা, গণতন্ত্র মূল্য কী? আজ আমাদের গণতন্ত্র মূল্যহীন। গণতন্ত্র খালি মুখের কথা, বইয়ে লেখা। আসলে গণতন্ত্র কোথাও নাই। তিনি বলেন, আমি যদি নিরাপদে চলতে না পারি, আমার মেয়েকে নিরাপত্তা না দিতে পারি, আমার ছেলেকে যদি শহরে পড়তে যেতে দিতে না পারি, সেই গণতন্ত্র আমি চাই না। মানুষ সত্যিকারের গণতন্ত্র চায়। জনগণ সুশাসন চায়, সুবিচার চায়। নাটোর জেলা জাপার সভাপতি মজিবর রহমান সেন্টুর সভাপতিত্বে সম্মেলনে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের প্রমুখ বক্তব্য দেন।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...