প্রকাশিত: ০২/১১/২০১৫ ৬:১৯ অপরাহ্ণ
জেএসসি মঙ্গলবারের পরীক্ষা দুপুর ২টায়

jsc csb24
csb24.com::
লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদ ও জড়িতেদের বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের (০৩ নভেম্বর) ‍ জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। ওইদিন সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে।

এদিন জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি প্রথমপত্র এবং জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেডিসি) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল্লাহ বলেন, অনিবার্য কারণে এ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো যথা সময়েই অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...