প্রকাশিত: ০২/১১/২০১৫ ২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে সারাদেশে বইয়ের দোকান বন্ধ রেখে কর্মসূচি পালন করেছেন প্রকাশকরা। সোমবার অর্ধদিবস এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি ও পুস্তক বিক্রেতা সমিতি যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় দীপন হত্যার প্রতিবাদ ও প্রকাশক-লেখকদের নিরাপত্তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির ব্যাপারে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা সেলিম বলেন, ”আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমাদের বিশ্বাস সরকার ও প্রশাসন প্রকাশনা শিল্পের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে।
পাঠকের মতামত