
বিনোদন ডেস্ক |
৪৯ পেরিয়ে আজ পঞ্চাশে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। সে সঙ্গে সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা তো রয়েছেনই। বরাবরের মতো এবারও বাদশাকে শুভেচ্ছা জানিয়েছেন দীর্ঘ ক্যারিয়ারের সহযাত্রী ও বলিউড সুপারস্টার সালমান খান। বিশেষ এ দিনে ভক্তদের শুভেচ্ছার বিনিময়ে ধন্যবাদ দেয়ার পাশাপাশি নতুন ছবি ‘ফ্যান’-এর টিজার উপহার হিসেবে টুইটারে প্রকাশ করেছেন শাহরুখ। একে তো জন্মদিন। তার ওপর নতুন ছবির টিজার। সব হাতের নাগালে পেয়ে বলিউডে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। আশির দশকে বলিউডে পা রাখেন শাহরুখ। তবে ক্যারিয়ারের প্রথম ছবি ১৯৯২ সালে। ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে অভিষেক হয় শাহরুখের। পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে অভিনয় করে বলিউডে আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। একে একে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাকদে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘কাভি আলবিদা না ক্যাহেনা’ ‘ডন সিরিজ’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ অসংখ্য ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অভিনীত সর্বশেষ ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’। এতে তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়–কোন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’-এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহরুখ। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল ‘কলকাতা নাইট রাইডারস’-এর মালিকও তিনি।
পাঠকের মতামত