প্রকাশিত: ০২/১১/২০১৫ ১:২৬ অপরাহ্ণ
বিধানসভার সাবেক স্পিকার আবদুল হালিম আর নেই

113
অনলাইন ডেস্ক।
পশ্চিমবঙ্গের জ্যেষ্ঠ বাম নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ কলকাতার রয়েড স্ট্রীট নার্সিং হোমে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গত কয়েকদিন ধরেই বাধ্যর্কজনিত কারণে ভুগছিলেন তিনি।

১৯৩৫ সালের ৫ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন হাসিম আবদুল হালিম। বাণিজ্য নিয়ে মাস্টার্স করার পাশাপাশি তিনি আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। আইনজীবী হিসেবেই কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে রাজনীতিতে জড়িয়ে পড়েন। কমিউনিষ্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট)-এর সদস্যপদ লাভ করার পর ১৯৭৭ সালে প্রথম সিপিআইএম বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০১১ সাল পর্যন্ত মোট ছয় বার বিধায়ক হিসেবে জয়ী হন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনমন্ত্রী ছিলেন। ১৯৮২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত হন। সেই থেকে ২০১১ পর্যন্ত টানা ২৯ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। ভারতের সবচেয়ে বেশি সময় ধরে স্পিকার হিসেবে দায়িত্ব পালনের কৃতিত্ব তাঁর দখলে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাশোসিয়েশন-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন। ওয়ার্ল্ড ফেডারেশন অব ইউনাইটেড নেশন অ্যাশোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন তিনি।

হালিমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের পশ্চিমবঙ্গের সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম, বিধানসভার বর্তমান স্পীকার বিমান বন্দোপাধ্যায়, কংগ্রেস নেতা মানস ভুঁইঞা প্রমুখ।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বার্তা পরিবেশকঃ বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই ...