প্রকাশিত: ০২/১১/২০১৫ ১২:৫৭ অপরাহ্ণ
csb24.com::
নওগাঁর সাপাহার উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত সন্দেহে সাপাহার ইউনিয়ন জামাতের আমির মোফাচ্ছেল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাপাহার থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, সকালে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর দাখিল মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোফাচ্ছেল হোসেনকে গ্রেপ্তার করে। এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মোফাচ্ছেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত