এম বশর চৌধুরী, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার সোনার পাড়ায় অবাধ্য সন্ত্রাসী পুত্রের হামলায় পিতা মাতা ও বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ১ নভেম্বর (রবিবার) সকাল ৮টায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অসহায় মাতা ছারা খাতুন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, পূর্ব সোনার পাড়া গ্রামের শামশুল আলম প্রঃ লেইঙ্গা শমশুর ছেলে মানব পাচার সহ অর্ধ ডজন মামলার আসামী মোঃ শাহ জাহান (২৪) দীর্ঘ দিন ধরে তার স্ত্রী রুকসানা বেগম এর সহায়তায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসা করে আসছেন। ছারা খাতুন অভিযোগ করে জানান, তার ছেলে মোঃ শাহজাহান এক সময় সাগর পথে মালয়েশিয়া মানব পাচার করত। উক্ত কারনে তার বিরুদ্ধে ৪/৫ টি মামলা আছে এবং কয়েকটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী আছে। প্রশাসনের কড়া নজরদারীর কারনে মানব পাচার বন্ধ হওয়ায় গত কয়েক মাস পূর্ব থেকে সে অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসা করে আসছেন। ছারা খাতুন আরো জানান, তার ছেলে শাহ জাহান বাড়ীতে বসে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে বিভিন্ন বহিরাগত লোকজন রাত্রী বেলায় ঘরে এসে অপরাধ জনক কাজের পরিকল্পনা নেয়। উক্ত বিষয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসী ছেলে ও পুত্র বধু রুকসানা হামলা করে তাকে এবং তার প্রতিবন্ধী স্বামী ও মেয়ে রশিদা আক্তার (১৭) কে পিটিয়ে জখম করে। এদিকে এলাকাবাসী মানব পাচার সহ একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহজাহান কে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় এলাকায় মাদকের প্রসারতা দিন দিন বৃদ্ধি পাবে।
পাঠকের মতামত