প্রকাশিত: ০১/১১/২০১৫ ১:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক।
ময়মনসিংহের ভালুকায় ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে স্থানীয় এমপি প্রফেসর ডা. এম আমান উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি প্রফেসর ডা. এম আমান উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নঈম উদ্দিন প্রমুখ।
পাঠকের মতামত