
সাদ্দাম হোসাইন, হ্নীলা::
সীমান্ত উপজেলা টেকনাফে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২০১৫সনের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা উপলক্ষ্যে আজ রবিবার সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় ৪টি পরীক্ষা কেন্দ্র উৎসব মুখর হয়ে উঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন সকালে এজাহার বালিকা ও টেকনাফ পাইলট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্র ব্যবস্থপনার উপর সন্তোষ প্রকাশ করেন। আজ সকাল ১১টায় রঙ্গিখালী মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা সুন্দরমত পরীক্ষা দিচ্ছে। এসময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপজেলা সিঃ মৎস্য অফিসার) ছৈয়দ হুমায়ুন মোর্শেদ, কেন্দ্র সচিব অধ্যক্ষ কামাল হোছাইন, উপাধ্যক্ষ ফরিদুল ইসলাম, অধ্যাপক সাইয়্যেদ আহমদ তারেক, হল সুপার মাওলানা আমির আহমদ, সহযোগী হল সুপার মাওলানা হাছান আহমদ, রঙ্গিখালী মাদরাসা গভর্ণিং বডির সদস্য-উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল, সুপার মুফিজ আহমদ ইকবাল, ফখরুল ইসলাম ফারুকী, মোশতাক আহমদ, ছিদ্দিক আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, সাদ্দাম হোছাইন, থানা পুলিশের এএসআই মাসুম মিয়া সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এবারে পুরো উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ২৭টি শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহণ করেছে। ৩টি স্কুলের পরীক্ষা কেন্দ্রে ১৭টি শিক্ষা প্রতিষ্টান অপরদিকে ১টি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের হল সচিব সুত্র নিশ্চিত করেছে। রঙ্গিখালী দাঃ উঃ ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে ১ম দিনের কোরআন পরীক্ষায় ১০টি প্রতিষ্টানের ৫৮৮পরীক্ষার্থীর মধ্যে ৫৬২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। উক্ত কেন্দ্রে ২৬জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। মাদ্রাসা কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে রঙ্গিখালী দাঃ উঃ ফাঃ মাদ্রাসা, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা, মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসা, টেকনাফ বায়তুশ শরফ দাঃ মাদ্রাসা, রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা দািখল মাদ্রাসা, মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম দাঃ মাদ্রাসা, বাহারছড়া তাফহীমুল কোরআন দাঃ মাদ্রাসা, শামলাপুর দাঃ মাদ্রাসা, দারুত তাওহীদ বালিকা মাদ্রাসা, কাটাখালী রওজাতুন্নবী দাঃ মাদ্রাসা। টেকনাফ পাইলট কেন্দ্রে ৫টি প্রতিষ্টানের ৩৩০ জনের মধ্যে ৩১৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এতে ১৩জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পাইলট কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে এজাহার বালিকা, শাহপরীরদ্বীপ, আলহাজ্ব নবী হোছাইন, হোয়াইক্যং আলী আছিয়া ও বর্ডার গার্ড পাবলিক স্কুল। এজাহার বালিকা কেন্দ্রে ৫টি প্রতিষ্টানের ৪৩৭জনের মধ্যে ৪২২জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এতে ১৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এজাহার বালিকা কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে টেকনাফ পাইলট, সাবরাং উচ্চ বিদ্যালয়, মারিশবনিয়া মাধ্যমিক স্কুল, সেন্টমার্টিন ও মলকাবানু হাইস্কুল। হোয়াইক্যং আলী আছিয়া কেন্দ্রে ৭টি প্রতিষ্টানের ৬১৩ পরীক্ষার্থীর মোট ৬০১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এতে ১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। হোয়াইক্যং কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে লেদা জুনিয়র হাইস্কুল, হ্নীলা হাইস্কুল, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়, নাইক্ষ্যংখালী নি¤œমাধ্যামিক, নয়াবাজার উচ্চ বিদ্যালয়, কাঞ্জরপাড়া ও শামলাপুর উচ্চ বিদ্যালয়।
পাঠকের মতামত