
বিনোদন ডেস্ক :
বলিপাড়ায় কিছুদিন ধরে একটি খবর সবার মুখে মুখে। সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়–কোন আবারও একে অপরের কাছে ফিরছেন। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনাও। একপর্যায়ে বিষয়টি রণবীরের বর্তমান প্রেমিকা কাটরিনা কাইফের কানেও পৌঁছে যায়। শুনেই রেগে যান কাটরিনা। নিজের প্রেমিককে কিছুতেই হারাতে নারাজ তিনি। তাই মুক্তি প্রতীক্ষিত ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিংয়ে গিয়ে পাহারাও দিয়েছেন রণবীরকে। যেন দীপিকার সঙ্গে শুটিংয়ের বাইরে আলাদা সময় ব্যয় না করতে পারেন। শুধু তাই নয়, সে সময় প্রেমিককে দীপিকার সঙ্গে নতুন কোন ছবিতে অভিনয় না করার জন্য হুঁশিয়ারও করেছিলেন কাটরিনা। এসব নিয়ে গত কয়েক মাস বলিউডে বেশ কানাঘুষা চললেও এখন নতুন খবর জানাচ্ছেন তিনি। রণবীর যদি তার আগের প্রেমিকা দীপিকার কাছে ফিরেও যান তাতে কাটরিনার কোন আপত্তি নেই। এমনটাই তিনি জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। তবে প্রেমিককে সত্যি সত্যি ছেড়ে দিচ্ছেন না তিনি। দীপিকার সঙ্গে পর্দায় রোমান্স করতে পারবেন। বাস্তবে নয়। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কে কার সঙ্গে অভিনয় করবেন সেটা যার যার স্বাধীনতা। প্রযোজক-পরিচালকরা যদি রণবীরের সঙ্গে দীপিকাকে অভিনয় করাতে চান সেক্ষেত্রে আমার কোন আপত্তি নেই।
পাঠকের মতামত