বিনোদন ডেস্ক::
বলিউড বাদশাহর ৫০তম জন্মবার্ষিকী ইতিমধ্যে পালন করতে শুরু করে দিয়েছেন ভক্তরা। একটি উপহারও মিলেছে শাহরুখ খানের। এতে দারুণ আপ্লুত তিনি।
দুজন সদস্যের একটি ব্যান্ড গড়ে তুলেছেন রিশিকেশ। তারা নিজেদের ‘জাম্বো জাটস’ নাম দিয়েছেন। সম্প্রতি শাহরুখে আসন্ন জন্মবার্ষিকী উপলক্ষে তারা একটি গান কম্পোজ করেছেন। এ গানে ‘চাক দে ইন্ডিয়া’, ‘মোহাব্বাতে’, ‘দিল তো পাগল হে’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘রাব নে বানা দে জোড়ি’ ইত্যাদি হিট মুভির বিভিন্ন কাহিনী উঠে এসেছে।
ইতিমধ্যে জন্মদিনের উপহার পেয়ে দারুণ খুশি শাহরুখ। টুইটারে লিখেছেন, সম্ভবত এটাই সবচেয়ে মিষ্টি গান যা বহুকাল শোনা হয়নি।
শাহরুখের এমন আনন্দে পাল্টা জবাব দিয়ে ছেলেরা টুইট করেছেন, এবার শাহরুখ স্যারের ভালোবাসা পেয়ে গেছি। কাজেই আমরা এবার ভারতের এক নম্বর ব্যান্ড হয়ে যাবো। আমাদের বাকি গানগুলোও দেখুন। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
পাঠকের মতামত