
অনলাইন ডেস্ক::
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকীতে শনিবার তাকে স্মরণ করল গোটা দেশ। এদিন সকালে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর স্মৃতিসৌধ ‘শক্তিস্থল’ -এ ফুলেল শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস সভানেত্রী ইন্দিরার পুত্রবধু সোনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি ইন্দিরার নাতি রাহুল গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ বিশিষ্ট ব্যক্তিরা।
ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের উচিত তাদের প্রতি শ্রদ্ধা জানানো’।
এদিন কলকাতার মৌলালিতে অবস্থিত পশ্চিমবঙ্গের কংগ্রেস সদর কার্যালয় বিধানভবনে প্রয়াত নেত্রীর প্রতিকৃতিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান রাজ্যের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য ১৯৮৪ সালের এই দিনটিতে নিজের দুই দেহরক্ষীর বন্দুকের গুলিতে প্রাণ হারান দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। উত্তরপ্রদেশের এলাহাবাদে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরুর সন্তান ইন্দিরার জন্ম হয় ১৯১৭ সালের ১৯ নভেম্বর। ১৯৬৬ সালের মার্চ থেকে ১৯৭৭ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর ১৯৮০ সালের ১৪ জানুয়ারী ফের দেশটির প্রধানমন্ত্রী হন তিনি। ইন্দিরাই হলেন ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী।
পাঠকের মতামত