প্রকাশিত: ৩১/১০/২০১৫ ১২:০৫ অপরাহ্ণ

image_285169.10
অনলাইন ডেস্ক::
এর আগে ভারী লেহঙ্গা পরে খবরের শিরোনামে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার পালা করিনা কাপুরের। ৩২ কেজি ওজনের লেহেঙ্গা অঙ্গে জড়াতে দেখা যাবে বেবোকে। বলিউড আপকামিং মুভি কি এন্ড কার গানে ৩২ কেজির ল্যাহেঙ্গা পরতে দেখা যাবে করিনাকে। আর ওয়ালকির এই ছবিতে আরও বেশি গর্জিয়াস দেখাবে নবাব পত্নিকে। করিনার পচ্ছন্দের ডিজাইনার মনীশ মালহোত্রাই তৈরি করছেন এই ৩২ কেজির ল্যাহেঙ্গা। সুপার নেট আর জরির অসাধারণ কম্বিনেশনে একটা আলাদা গ্ল্যামার আসবে এ ল্যাহেঙ্গায়। আর তা যখন পরছেন করিনা, তখন ব্যাপারই আলাদা। মিনি স্কার্ট হোক কিংবা ট্র্যাডিশনাল সাজ,যে কোনও ফ্যাশনেই বাজিমাত করেন তিনি।

সম্প্রতি ভারি লেহেঙ্গা পরে দুদিনের শুটিং সেরে ফেলেছেন করিনা। এ গানের কোরিয়গ্রাফার বস্কো। বলিঅন্দরের খবর, পুরো ছবিতে ওয়েস্টার্ন মেজাজেই দেখা যাবে বেবোকে। তাই বলে ভারতীয় ফ্যানেদের আবেগে আঘাত করতে চাননি নবাবপত্নি। তাই কী এন্ড কা তে সম্পূর্ণ ভারতীয় লুকে দেখা যাবে বেবো কে। আর এ ছবিতেই প্রথমবার অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে করিনাকে। এই নতুন জোড়ির জাদুতে কতটা মজে সিনেমাপ্রেমীরা, সেটাই দেখার।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...