প্রকাশিত: ৩১/১০/২০১৫ ১২:০২ অপরাহ্ণ

yaba
অনলাইন ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ সাবরাং লেজির পাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার রাত ৯টার দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটিলয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে ইয়াবা উদ্ধারের এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, নাজির পাড়া বিওপি চৌকির একটি বিশেষ টহলদল লেজির পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশের গোপন সংবাদে বিজিবি অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ইয়াবার প্যাকেটটি উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার সংখ্যা ৪০ হাজার পিস এবং আনুমাণিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন আবু জার আল জাহিদ।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...