প্রকাশিত: ৩০/১০/২০১৫ ৮:২৫ অপরাহ্ণ
জেনিফারের নগ্ন ভিডিও ওয়েবসাইটে

99126_jenifar
বিনোদন ডেস্ক :
নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। ১৯৯৭ সাল থেকে হলিউড অভিষেক হওয়ার পর থেকে টানা অভিনয় করে চলেছেন তিনি। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘ড্রাফট ডে’ ছবিটি বেশ প্রশংসিত হয় দর্শকমহলে। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘মিরাকেল ফ্রম হেভেন’ এবং ‘নাইন লাইভ’ ছবির কাজ নিয়ে এখন খুব ব্যস্ত জেনিফার গার্নার। ছবি দুটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ভিন্নধর্মী গল্পের এ দুটি ছবিই হলিউড বক্স অফিসে ব্যবসা সফলতায় ঝড় তুলবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জেনিফার গার্নার। অতীতে অনেক অভিনেতার সঙ্গেই স্ক্যান্ডালে জড়িয়েছেন তিনি। তবে এবার তার একটি নগ্ন ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। আর এর মাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন তিনি। এ ভিডিও ক্লিপটিতে দেখা গেছে এক তরুণের সঙ্গে পুরোপুরি নগ্ন অবস্থায় রোমান্স করছেন তিনি। ১ মিনিটের এ ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ওয়েবসাইটেও। বিষয়টি নিয়ে প্রথমে কোন কথা বলতে রাজি হননি জেনিফার। তবে বিষয়টি নিয়ে যে যার মতো সংবাদ প্রকাশ করায় সম্প্রতি ক্ষেপেছেন এ তারকা। এ বিষয়ে জেনিফার গার্নার বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পনা করে করা হয়েছে। কারণ এমন ভিডিওতে আমি কখনও অংশ নিইনি। আমার ক্যারিয়ারে এমন স্ক্যান্ডালের রেকর্ডও নেই। প্রযুক্তির মাধ্যমে এটা করা হয়েছে। তবে আমার সঙ্গে কথা না বলে অনেকে সংবাদও প্রকাশ করছেন। এটা একদমই ঠিক নয়। আর আমি আমার ভক্তদের বলবো এ ভিডিওটি কেউ যেন শেয়ার না করেন।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...