
csb24.com::
তিন বছর বয়সী সিরিয় শিশু আয়লান কুর্দির মৃতদেহ উদ্ধারের পর ইউরোপে পাড়ি জমাতে গিয়ে সলিল সমাধি হয়েছে আরও ৭০ শিশুর। এ তথ্য দিয়েছে সেভ দ্য চিলড্রেন। খবর আল জাজিরার। গত মাসে ছোট্ট শিশু আয়লানের মৃতদেহ তুরস্কের একটি সমুদ্র সৈকতে পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার ঝড় তোলে। ইউরোপে আশ্রয়-প্রত্যাশী সিরিয় শরণার্থীদের জন্য আরও পদক্ষেপ নিতে চাপ বাড়ে ইউরোপের নেতাদের ওপর। কিন্তু ওই ঘটনার পর আরও ৭০ জন শরণার্থী শিশু ইউরোপে পাড়ি জমাতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে। এক বিবৃতিতে এ তথ্য দিয়ে সেভ দ্য চিলড্রেন আরও বলেছে, আসছে শীতে এজিয়ান সমুদ্রের সংক্ষিপ্ত ওই সংযোগস্থল আরও বেশি ভয়ানক হয়ে উঠবে। কয়েকদিন আগে বহু সিরিয় অভিবাসী বোঝাই একটি কাঠের নৌকা ডুবে যায়। অন্তত ৩৪ জন এখনও নিখোঁজ। এছাড়া ৫ শিশু, ২ পুরুষ ও ১ নারী সাগরেই ডুবে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। আরও ৮ জন ভিন্ন ভিন্ন জায়গায় ডুবে গেছেন। বড় ধরণের উদ্ধারাভিযান চলছে নিকটস্থ সাগরে। এরই মাঝে এ তথ্য দিল সেভ দ্য চিলড্রেন
পাঠকের মতামত