প্রকাশিত: ৩০/১০/২০১৫ ৭:৫৮ অপরাহ্ণ
রামুর বৌদ্ধ বিহার সমূহে কঠিন চীবর দানের তারিখ

Kotin Chibor copy
প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ
কক্সবাজারেরর রামুর বৌদ্ধ বিহার সমূহে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর এ দানোৎসব চলবে বলে জানা গেছে। নিম্নে পাঠকদের সুবিধার্থে বিহার সমূহের নাম ও তারিখ প্রদান করা হল।

হাজারীকুল বোধিরত্ন বিহার -৪ নভেম্বর , উখিয়ারঘোনা জেতবন বিহার-৬ নভেম্বর , রাংকোট বনাশ্রম বিহার-৬ নভেম্বর , ফারিকুল বিবেকারাম বিহার-৮ নভেম্বর, পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বিহার -৯ নভেম্বর , শ্রীকুল মৈত্রী বিহার -১২ নভেম্বর , কেন্দ্রীয় সীমা বিহার-১৩ নভেম্বর , শ্রীকুল পুরাতন বিহার -১৭ নভেম্বর, দ্বীপশ্রীকুল ধর্মরত্ন বিহার -১৮ নভেম্বর , জাদিপাড়া আর্যবংশ বিহার -২০ নভেম্বর , উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র -২১ নভেম্বর , চাকমারকুল অজন্তা বিহার – ২২ নভেম্বর , উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহার – ২৫ নভেম্বর।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...