
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলায় অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন প্রেস ক্লাবের জনক, জনপ্রিয় নিউজ পোর্টাল সিবিএন এর সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা) এর সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন কক্সবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
তরুণ ও প্রতিভাবান লেখক অধ্যাপক আকতার চৌধুরীর এ পথচলায় কক্সবাজার অনলাইন সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমদ জয়, ককসবাজার মিরর,সহ-সভাপতি মো:রেজাউল করিম,ইদগাঁও নিউজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফী,টেকনাফ নিউজ, সহ-সভাপতি জহিরুল ইসলাম ,চকরিয়া নিউজ,সহ-সভাপতি মো:রওশন আলী,মহেশখালী নিউজ, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে ,সম্পাদক ককসবাজার টাইমস, যুগ্ম সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী,উখিয়া নিউজ ডটকম ,সহ-সম্পাদক মো:মিজানুল হক,রামু নিউজ, সাংগঠনিক সম্পাদক মো:সরওয়ার আলম,চেয়ারম্যান ককসবাজার টাইমস, সহ-সাংগঠনিক সম্পাদক মো:ফারুক পেকুয়া নিউজ,কোষাধ্যক্ষ ঈসমাইল সাজ্জাদ,ককসবাজার টুডে,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল্লাহ সোহেল,ককসবাজার মিরর,দপ্তর সম্পাদক ইব্রাহীম বাবু,ককস নিউজ ২৪, আবদুল্লাহ নয়ন,ককসবাজার টুডে,সহ প্রচার সম্পাদক, কক্সবাজার অলোর নিবার্হী সম্পাদক ছৈয়দ আলম, সিএসবি২৪.কম সম্পাদক পলাশ বড়ুয়া প্রমূখ। বিবৃতিতে নেতৃবৃন্দ সদাহাসে্যুজ্জল ও প্রাণবন্ত আকতার চৌধুরীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া তাহাঁর মত একজন প্রতিভাবান ব্যক্তির যোগ্য নেতৃত্বে বনপা অনেক দূর এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত