নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় বিজিবির পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ ১ পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা রামু তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার মূখী যাত্রীবাহী মাহিন্দ্র সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ৯ হাজার ৬ শ ৫০ পিস ইয়াবা সহ ১ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী খিজরী ঘোনা এলাকার মৃত নজির আহাম্মদের ছেলৈ মোঃ নুর আলম (২৫)। আটককৃত ইয়াবা ও মাহিন্দ্রার মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা বলে জানান বিজিবি। একই দিন রেজুখাল যৌথ চেকপোষ্টের সুবেদার মোঃ ফজলুল হক এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে মেরিন ড্রাইভ সড়ক এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে সাড়ে ৩ শ পিস ও বাংলাদেশী ঔষুধ জব্দ করে। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ইয়াবা ও ঔষুধের মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা বলে বিজিবি জানান।
প্রকাশিত: ২৯/১০/২০১৫ ৭:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে ...
পাঠকের মতামত