প্রকাশিত: ২৯/১০/২০১৫ ৭:০৩ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়

MPO-Chq4-300x190
তালুকদার আল-আমিন :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতাদির চেক আজ (২৯ অক্টোবর) ছাড় হয়েছে।

এমপিও কর্মকর্তারা জানিয়েছেন, আজ এমপিওর (বেতন) চেক ( স্মারক নং-৩বি/৭৩হিঃ/২০১৪/২১৮৫৫/৪-হিসাব, তারিখ: ২৯/১০/২০১৫ ) ছাড় করা হয়েছে। চেক পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংশিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে অক্টোবর মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার এমপিও কপি/ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত ( ১ থেকে ৮ নভেম্বর ) সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
অছাত্রদের ইন্ধনে ও লেজুড়বৃত্তিক ক্যাম্পাস অপরাজনীতির দাপটে অসহায় সাধারণ শিক্ষার্থীরা

অছাত্রদের ইন্ধনে ও লেজুড়বৃত্তিক ক্যাম্পাস অপরাজনীতির দাপটে অসহায় সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একদল অছাত্রদের ইন্ধনে উপাচার্য বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছে কতিপয় শিক্ষার্থী। ...