প্রকাশিত: ২৯/১০/২০১৫ ৭:০১ অপরাহ্ণ
বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু ৩০ অক্টোবর

BOU
নিজস্ব প্রতিবেদক::
Open_Uniবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা- ২০১৪ শুরু হচ্ছে শুক্রবার (৩০ অক্টোবর)।

এসএসসি পরীক্ষা ১ম ও ২য় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১ম বর্ষে ৮৬ হাজার ৭৬১ জন এবং ২য় বর্ষে ৪৭ হাজার ৮২০ জন অংশ নিচ্ছেন।

সারাদেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর ২০১৫ শুক্রবার পরীক্ষা শেষ হবে।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...