প্রকাশিত: ২৯/১০/২০১৫ ৩:০৫ অপরাহ্ণ

image_284509.8
csb24.com::
ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনীদের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তা বলয় সৃষ্টির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক বৈঠকে গত বুধবার এ আহ্বান জানান তিনি। খবর আলজাজিরার। আব্বাস বলেছেন, দ্রুত এবং জরুরী ভিত্তিতে ফিলিস্তিনীদের জন্য আন্তর্জাতিক নিরাপত্তাময় এলাকা সৃষ্টি করতে হবে। সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশে ইসরায়েলের কড়াকড়িকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় সহিংসতা বেড়েই চলছে। চলতি মাসে এ পর্যন্ত ইসরায়েলী সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনী নিহত হয়েছেন। অপরদিকে বিভিন্ন প্রতিশোধমূলক হামলায় ৯ ইসরায়েলী নিহত হয়েছেন।

এ অবস্থায় আব্বাস বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে বর্তমান মানবাধিকার পরিস্থিতি ১৯৪৮ সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। ইসরায়েলের অবৈধ স্থাপনা নির্মাণের ফলে হাজার হাজার ফিলিস্তিনী গৃহহীন হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আব্বাস বলেন, এখন আলোচনার নামে নষ্ট করার মতো সময় নেই। আন্তর্জাতিক বৈধতার পরিপ্রেক্ষিতে অধিগ্রহণ বন্ধ করা উচিত। ইসরায়েলের বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি বলেন, আমাদের নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। আমাদের এখন তোমাদের দরকার।

এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানীর নাৎসি বাহিনীর হাতে ইহুদী গণহত্যায় এক ফিলিস্তিনীর ইন্ধনের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেন আব্বাস। তিনি বলেন, ফিলিস্তিনীদের প্রতি ইসরায়েলের অবিচারের বিষয়টি আড়াল করতেই নেতানিয়াহু এ মিথ্যাচার করছেন। কয়েক দিন আগে ইহুদীদের গণহত্যার ব্যাপারে এক ফিলিস্তিনী আলেম হিটলারকে পরামর্শ দেন বলে অভিযোগ করেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলী ইতিহাসবিদরা অবশ্য এ তথ্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বার্তা পরিবেশকঃ বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই ...