প্রকাশিত: ২৯/১০/২০১৫ ২:৪২ অপরাহ্ণ

খালেদ হোসেন টাপু,রামু::
কক্সবাজারের রামু তেচ্ছিপুল ষ্টেশনে মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় পিক আপের ধাক্কায় লাকি মল্লিক (৩২) ও প্রিয়া মল্লিক (১৩) নামে দুই মহিলার মৃত্যু হয়েছে। নিহতরা রামু উপজেলার তেচ্ছিপুল মল্লিক পাড়ার সুরেশ মল্লিকের স্ত্রী লাকি ও কাজল মল্লিকের মেয়ে প্রিয়া। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রামু তেচ্ছিপুল ষ্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে রামু থানার ওসি আবদুল মজিদ সড়ক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান ঘটনার পর পর পালিয়ে যাওয়া চট্টমেট্টো ন ১১- ৩৪০৬ নং পিক আপটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...