রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২০ এর হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে ...
খালেদ হোসেন টাপু,রামু::
কক্সবাজারের রামু তেচ্ছিপুল ষ্টেশনে মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় পিক আপের ধাক্কায় লাকি মল্লিক (৩২) ও প্রিয়া মল্লিক (১৩) নামে দুই মহিলার মৃত্যু হয়েছে। নিহতরা রামু উপজেলার তেচ্ছিপুল মল্লিক পাড়ার সুরেশ মল্লিকের স্ত্রী লাকি ও কাজল মল্লিকের মেয়ে প্রিয়া। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রামু তেচ্ছিপুল ষ্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে রামু থানার ওসি আবদুল মজিদ সড়ক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান ঘটনার পর পর পালিয়ে যাওয়া চট্টমেট্টো ন ১১- ৩৪০৬ নং পিক আপটি জব্দ করা হয়।
পাঠকের মতামত